বিজয়নগরে মোটর সাইকেল দূর্ঘটনায় শিক্ষক নিহত
সংবাদদাতা॥ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে উপজেলার ইসলামপুর নামক এলাকায়। নিহতের নাম মোঃ ফারুক আহমেদ (৪৫)। তিনি বিজয়নগর উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে শিক্ষক ফারুক আহমেদ ও তার স্ত্রী নাসরিন আক্তারকে নিয়ে মোটর সাইকেল যোগে ইসলামপুর কাজী শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ে পড়–য়া ছেলে মোস্তাকিমকে দেখতে যান। ছেলেকে দেখে দুপুরে ফেরার পথে মোটর সাইকেলটি বুধন্তি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিক্ষক মোঃ ফারুক আহমেদ মারা যান। আশংকাজনক অবস্থায় তার স্ত্রী নাসরিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতার নিশ্চিত করেন। |
« ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) অপহরনের ৭দিন পর বিজয়নগরে স্কুল ছাত্রী উদ্ধার »