পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পত্তন ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইলিয়াছ সরকার। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল এমদাদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সহ সম্পাদক রাজিবুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুধ মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আজহারুল ইসলাম শাহআলম, সুর্নিমল, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, চর ইসলামপুর ইউপি ছাত্রলীগ সভাপতি তফছিরুল ইসলাম, বিষ্ণপুর ইউপি ছাত্রলীগ সভাপতি নন্দলালসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আমিনুল হককে সভাপতি, শফিকুল ইসলাম রাজবীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পত্তন ইউনিয়ন ছাত্রলীগের ১ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি সুজন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজির মিয়া, মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ উজ্জল হাসান, প্রচার সম্পাদক মোঃ আলী আজম। অচিরেই ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাসুম বিল্লাহ্ বলেন, নব গঠিত ইউনিয়ন ছাত্রলীগের কমিটি আগামীদিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তাদের সাংগঠনিক কর্মর্কান্ড দিয়ে ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের রাজনীতি সংগঠিত করবে। এ অঞ্চলের জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পুনরায় বিজয়ী করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করবে। সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিপুল পরিমাণ নেতাকর্মী সমবেত হয়। |