শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে:: মোকতাদির চৌধুরী এমপি
মো,জিয়াদুল হক বাবু:: বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, এই সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দিয়েছে, পদ্মা সেতু সহ নানা ধরনের উন্নয়ন প্রকল্প করেছেন এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ অসহায়দের বিনামূল্যে ঘর নির্মান করে দিচ্ছেন এবং ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাক্ষণবাড়িয়া (৩) সদর আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ সোমবার সকালে বিজয়নগর উপজেলা পরিষদে মাননীয় প্রধান মন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।এতে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, ওসি মির্জা মোহাম্মদ হাসান,মুক্তিযুদ্ধা কমান্ডার দবীর উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।উক্ত কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্হিত ছিলেন।