Main Menu

বিজয়নগর থানা পুলিশের অভিযান:: ০৩ রাউন্ড গুলিসহ একটি পাইপগান, গরু উদ্ধার

+100%-

15491646গত ১০/১২/২০১৬খ্রিঃ রাত অনুমান ০৪.৩০ ঘটিকার সময়(অর্থ্যাৎ-১১/১২/২০১৬খ্রিঃ) অফিসার ইনচার্জ বিজয়নগর থানা এর নেতৃত্বে থানা/তদন্তকেন্দ্রে কর্মরত এসআই মোঃ রফিকুল হাসান, এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ সজিব হোসেন ওয়ারন্টে তামিল, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত dsc02641থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পাইকপাড়া-আমতলী বাজার গামী সোনাব আলী চেয়ারম্যান বাড়ীর সামনে হতে আসামী ১। সফিক মিয়া(২৯) পিতা-জসিম উদ্দিন  সাং-সোনামুড়া ২। কাউছার (২৬) পিতা-আঃ হক সাং-বাগদিয়া উভয় থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ১টি পাইপাগান ও ৩ রাউন্ড কাতুর্জ এবং একটি চোরাইকৃত গরুসহ হাতেনাতে আটক করে। উক্ত ঘটনায় প্রেক্ষিতে বিজয়নগর থানাধীন মির্জাপুর তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ জসীম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে বিজয়নগর থানার মামলা নং-১৩ তারিখ-১১/১২/২০১৬খ্রিঃ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯অ/১৯(ভ) রুজু হয়। মামলাটি তদন্তাধীন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রেস রিলিজ






0
0Shares