বিজয়নগরে মাদকসহ আটক -২
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
বিজয়নগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ মিজান সরকার ও তার সহযোগী আশকর আলী কে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজু আহমেদ এর নির্দেশে, এস আই জুয়েল রানা ভূঁইয়া ও এ এস আই সুমন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। অভিযানের সময় কল্যাণ পুর থেকে মাদক সহ পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামের মৃত দুধ মিয়া’র ছেলে মাদক সম্রাট বাতারি মিজান (৪৮) ও তার মাদক পাচারের নিয়মিত লেবার মনিপুর গ্রামের কল্যাণ পুর এলাকার ছোটন মিয়া’র ছেলে আশকর আলী (২৫) কে আটক করে।
এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রাজু আহমেদ বলেন, বিজয়নগর থানার চৌকস পুলিশ টিমের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা সহ দু’জন মাদক কারবারি কে আটক করা হয়েছে। মাদকের নিয়মিত আইনে মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।