বিজয়নগরে গরু’ সহ চোর আটক
মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে নিজ বাড়ি থেকে একটি গরুসহ আবদুর রহিম (৪০) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে আবদুর রহিম (৪০)। তার বিরুদ্ধে থানায় আরো দুইটি মামলা রয়েছেন।
আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই কমল কুমার ও এএসআই মাহাবুব ও বিল্লালের নেতৃত্বে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে পেশাদার চোর আবদুর রহমানকে একটি চোরাই গরু’সহ তার নিজ বাড়ি হতে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে আরো দুটি মামলা রয়েছে।
« রহস্যে ঘেরা কাদির হত্যাকান্ড (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কঠোর বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন »
অন্যরা এখন যা পড়ছেন
তাহেরিকে গ্রেপ্তার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর, ৬ পুলিশ আহত
আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে তার ভক্তদের দ্বারা হামলারবিস্তারিত