Main Menu

বিজয়নগরে কিডনি রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান

+100%-

মো: জিয়াদুল হক বাবু:: বিজয়নগরে করোনা পরিস্থিতির মধ্যেও বুধন্তি ইউনিয়নের “সাদা মনের প্রবাসী ”নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিডনি নষ্ট রুবেল (২৬)এর হাতে নগদ অর্থ সহায়তা দিয়েছে।সে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে ।সে সংসার চালাতে গিয়ে কয়েক বছর দুবাই গিয়ে কাজ করে।২ টি কিডনি হারিয়ে অসুস্থতা জনীত কারনে গত বছর সে দেশে ফিরে আসে ।

করোনা আসার পর কর্মহীন পরিবারে মানবতর জীবনযাপন করতে থাকে ।এই খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে সাদা মনের প্রবাসী নামক স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে অসুস্থ রুবেল এর হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন । এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: সাকির মিয়া ,মো: আখতারুল ইসলাম ,কাজী খাইরুল ইসলাম ,মো: আকির মিয়া,  মো: জুয়েল ভ’ইয়া ,মো: কাউছার মিয়া ,কামরুল হাসান তারেক ,মো: শাহদাত হোসেন ।






0
0Shares