বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পন্য উদ্ধার। আটক ২




পুলিশ জানায় গোপন সংবাদের ভিক্তিতে আজ মঙ্গলবার বিকালে একদল পুলিশ,উপজেলার চান্দুরা পল্লী বিদ্যুৎ সমিতির সাব স্টেশনের সামনে ঢাকা টু সিলেট মহাসড়কের উপর চেকপোষ্ট ডিউটি করা কালে সিলেট হইতে ঢাকা গামী একটি যাত্রী বাহী বাস সুমি পরিবহন তল্লাশী করিয়া মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও বিজন দাস (২৪) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো বাসের সাইড বক্স হইতে ৬০ কাটুন ভারতীয় JOHNSONS BABY SHAMPOO, প্রতি কাটুনে ৭২ পিস করে, সর্ব মোট-(৬০০ ৭২)= ৪,৩২০/- পিস সেম্পু, ১৩ কাটুন ভারতীয় KAVERI. MEHENDI CONE, প্রতি কাটুনে ৭২০ পিস করে সর্ব মোট-(৭২০০১৩)= ৯৩৬০ পিস, ২৪ কাটুন ভারতীয় Clop-G-cream, প্রতিটি কাটুনে ১৮২ পিস করে, সর্ব মোট- ৪৩৬৮ পিস, ০১ কাটুনে ৭২ পিস ভারতীয় DOVE CREAM BAR সাবান উদ্ধারপূর্বক উক্ত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করেন।
এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রৌশন আলী জানান, গোপন সংবাদের ভিক্তিতে যাত্রীবাহী গাড়ি থামিয়ে তল্লাশী করে প্রায় ৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পন্য সহ ২জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
« নবীনগরে ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ইউনিক সেরা ২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)