বিজয়নগরে জশনে জুলুস এর র্যালী, ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2023/09/20230928_100053.jpg?resize=684%2C323)
এসময় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর থেকে বারিউড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে প্রায় ১ঘন্টার উপরে যানচলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও বিজয়নগর থানা পুলিশের সহায়তায় গাড়ী চলাচল কিছুটা স্বাভাবিক হয়।এব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৯ টা থেকেই লোকজন বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে জশনে জুলুসের র্যালীতে অংশ নেয়। এসময় ঢাকা সিলেট মহাসড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল।পুলিশের সহায়তায় যানচলাচল কিছু সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
« বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা খুন (পূর্বের সংবাদ)