বিজয়নগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ৭।ড্রেজার জব্দ




বুধবার সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর মাশাউরা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ ও লোকজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) লন্ঙন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় বালু উত্তোলনের সাথে জড়িত ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।বালু উত্তোলন বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।
« ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)