কন্যা শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, ইউএনও ইয়াসির আরাফাত মো,জিয়াদুল হক বাবু
বিজয়নগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার সকাল ১১.০০ টায় জাতীয় কন্যা শিশু দিবস -২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাসনে উপজেলা নির্বাহি অফিসার কে.এম. ইয়াসির আরাফাত বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবিলায় দেশের সকল কন্যা শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তাদের জন্য রাষ্ট্রকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানি,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন,যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হুসেন, আব্দুল কাদের প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসারগণ,অভিভাবকবৃন্দ,শিশু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
« বিজয়নগরে ভিটামিন’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন (পূর্বের সংবাদ)