Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিপুল পরিমান হুইস্কিসহ আতশবাজি আটক। একজন গ্রেফতার

+100%-

bgb13816
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৩ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সকাল সাড়ে ৯টায় ১০ বোতল হুইস্কিসহ ০১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ শান্ত মিয়া(২২), পিতা-মোঃ দুলাল মিয়া, গ্রাম- কাশিনগর, ডাকঘর-সিংগারবিল, উপজেলা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উন নেছা শিউলী’র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে আসামীকে ০১ (এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে।

bgb131016অপরদিকে বিজিবি’র কাজিয়াতলী কোম্পানী কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে দুপুর ১:৩০ ঘটিকায় কসবা উপজেলার দৌলতপুর এলাকা হতে ৯৬ বোতল হুইস্কি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১,৯৬,০০০ টাকা। এছাড়াও মাদলা ও গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর পৃথক দু’টি অভিযানে প্রায় এক লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের আঁতশবাজি উদ্ধার করে বিজিবি। তবে ঐসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।






Shares