১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজাসহ মহিলা আটক
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ২২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা শ্রী মনোরঞ্জন বিশ্বাস এর নেতৃত্বে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল রেল গেট এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে বডি ফিটিং অবস্থায় বহন করা ০৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মহিলার নাম ও ঠিকানা-মোছাঃ সারমিন বেগম(২১), স্বামী- মোঃ খোরশেদ আলম, গ্রাম-কাশিনগর, পোঃ-সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ধৃত মহিলাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উন নেছা শিউলী’র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
(পরের সংবাদ) পৌরসভার রিএসএসম্যান্ট কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সকলে একযোগে কাজ করতে হবে –পৌর মেয়র নায়ার কবির »