Main Menu

বিজয়নগরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের কারণে অগ্নিকান্ড। কোটি টাকার ক্ষয়ক্ষতি।

+100%-

এম.ডি.মুরাদ মৃধা,: পল্লীবিদ্যুতের সঞ্চচালন লাইনের একটি তার ছিঁড়ে ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ উপজেলায় রোববার সকাল আটটার দিকে চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারে এ অাগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে আখাউড়া ও মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলেক্ট্রনিক সামগ্রী, কাপড় ও সেলুনের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চম্পকনগর বাজারে থাকা পল্লীবিদ্যুতের সঞ্চচালন লাইনের একটি তার ছিঁড়ে ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে পড়ে। এ সময় শর্টসার্কিট হয়ে দোকানটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই এ আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে সাতটি দোকান পুড়ে যায়। অাগ্নিকাণ্ডে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী আফরোজ অাগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও টিন প্রদান করা হবে।






Shares