Main Menu

বিজয়নগরে ইউপি নির্বাচনের ফলাফল

+100%-

বিজয়নগর সংবাদদাতা :: চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, চারটি আওয়ামী লীগের বিদ্রোহী ও একটি স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান র্নিবাচিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। রোরবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ারববিজয়নগরের ১০টি ইউপিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

ফলাফল অনুযায়ী বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছায়িদুল ইসলাম চশমা প্রতীকে ৭ হাজার ৩৫৮ ভোট, চান্দুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীউল হক চৌধুরী ৪ হাজার ২০৯ ভোট, ইছাপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল আনারস প্রতীকে ৩ হাজার ৫৪৬ ভোট, চম্পকনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী দুই পাতা প্রতীকে ২ হাজার ৪২৫ ভোট, হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সারোয়ার রহমান ভূইয়া ৬ হাজার ২৫২ ভোট, পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সিঙ্গারবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ৯ হাজার ৪২৯ ভোট, বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন চশমা প্রতীকে ৩ হাজার ৯২৩ ভোট, চরইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দানা মিয়া ভূইয়া ৩ হাজার ৪৮২ ভোট ও পাহাড়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম ১০ হাজার ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 






Shares