১০ সেপ্টেম্বর জাতীয় গ্রীডে যুক্ত হবে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী ১০ সেপ্টেম্বর রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০১১ সালের ১ নভেম্বর একনেকের বৈঠকে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এশিয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার এই প্রকল্পে অর্থায়ন করে। এই পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড ( বিদ্যুৎ কেন্দ্রে) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রজেক্ট) প্রকৌশলী অজিত কুমার সরকার ও আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের পরিচালক প্রকৌশলী ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।