Main Menu

আশুগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনের আলোচনা সভায় এড. মোস্তফা লুৎফুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদকে পরাস্ত করতে হবে

+100%-

%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা থেকে নির্বাচিত সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদকে পরাস্ত করতে হবে। জঙ্গিবাদ ও মৌলবাদ দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নস্যাৎ করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চায়। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ এগিয়ে চলছে। ঘুষ, দুর্নীতি হচ্ছে প্রধান সমস্যা। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সদস্য নজরুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. জুবায়েদা পারভীন, জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান ও এড. মোঃ নাসির। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় দেশখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।






Shares