Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত

+100%-

bbbbbপ্রতিনিধি॥ষষ্ট ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ উদ্দিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা খ.ম আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী মো. নূরুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খ.ম আরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ উদ্দিন ইউনিয়নের ১০ টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৪৪২ ও তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী হাজী মো. নূরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩৮৭ ভোট।
তিনি আরো জানান, নির্বাচনে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সদর ইউনিয়নের নাওঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিছু সমস্যা হওয়ায় নির্বাচন কমিশন থেকে এই কেন্দ্রের সাধারন সদস্য ও নারী সাধারন সদস্যের ভোট স্থগিত করা হয়েছে। তবে কি কারনে এই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে তা সঠিকভাবে জানান যায়নি। নির্বাচন কমিশনের চিঠি পেলে তা নিশ্চিত করে বলা যাবে।






Shares