Main Menu

ফ্যাসিবাদী ও স্বৈরাচার সরকারের সুবিধাবাদীরা ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

+100%-

শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ঝুলুম অত্যাচার সহ্য করে বিগত ১৬টি বছর ধরে আমি মোঃ আলমগীর খান উপজেলা যুবদলের রাজনীতি করে আসছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ পালন করে উপজেলার যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করছি। রাজনীতি করতে গিয়ে গত ১৬ বছরের অন্তত ৮টি গায়েবী মামলার হয়েছে আমার বিরুদ্ধে। অধিকাংশ মামলায় আসামীদের তালিকায় ৫ থেকে ১০ নাম্বারের মধ্যেই ছিল আমার নাম।

সর্বশেষ বৈসম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় ২টি মামলায় আমি ৪ নাম্বার ও ৬নাম্বার আসামী হয়েছি। এছাড়া ঢাকায় সকল সরকার বিরোধী সকল আন্দোলনে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেছি। এতে সরকারের নানান জুলুমের শিকার হয়ে আমি ব্যবসায়ী ভাবেও অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এরপরও আমি সকল জুলুম অত্যাচার যহ্য করে উপজেলা যুবদলকে উপজেলা থেকে শুরু করে তৃণমুলেও সু সংগঠিত করে গড়ে তোলেছি। এবং প্রতিটি ইউনিয়নের নতুন কমিটি গঠন করে দলকে আরো শক্তিশালী করেছি। রাজনৈতিক ভাবে বেশি সময় দেয়ায় আমার একমাত্র ছেলেকে গুম করে হত্যা করা হয়েছে। এখনো তার বিচার পায়নি। এত জুলুম অত্যাচার যহ্য করার পর দেশের পট পরিবর্তনের পর থেকে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস সরকারের সাথে তাল মিলিয়ে সুবিধা নিয়ে চলা আমাদের দলের কিছু দালাল আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।

সম্প্রতি একটি পত্রিকায় আমার নামে দুটি ছবি দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। দুটি ছবির মধ্যে ১টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সীর ভাইয়ের মৃত্যুর পর সমবেদনা জানাতে গিয়ে উনার বাড়িতে যাওয়ার ছবি। আরকেটি একটি রেস্টুরেন্টের উদ্বোধনীয় অনুষ্ঠানে সাবেক এমপি মঈন উদ্দিন মঈনের সাথে ছবি। দুটি ছবিই সামাজিক প্রোগ্রামের। এবং যারা এই অভিযোগ তোলছে তাদের কাউকেই বিগত দিনে আন্দোলন সংগ্রামের থাকতে দেখিনি। এবং মামলা হামলা শিকার হতে দেখিনি। দলের দুঃসময়ে না থেকে এখন তারা দলের সু সময়ে দুঃর্দিনের কর্মীদের মিথ্যে অভিযোগ তোলে হয়রানীর মাধ্যমে বিতারিত করছে চাচ্ছে। তাদের ষড়যন্ত্রের পরও পদত্যাগপত্র দেয়াদের মধ্যে ১৫জন সদস্য এখনো দলীয় কর্মকান্ডে আমার সাথে রয়েছে। এছাড়া যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক থাকা অবস্থায় মাজহারুল ইসলাম কোয়েল বিগত দিনে দলের কোন কর্মসুচিতে অংশ গ্রহন ছিল না। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূণ মিথ্যে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।