Main Menu

তিন দফা দাবিতে আশুগঞ্জে দুই জেলা ট্রাক মালিক গ্রুপের বৈঠক

+100%-

sibgongআশুগঞ্জ প্রতিনিধি:: ট্রাক মালিক ও শ্রমিকদের তিন দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ, আশুগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ ট্রাক ও কভার ভ্যান মালিক সমিতি মধ্যে এক বৈঠক আশুগঞ্জ সারকারখানার অতিথিশালায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ সারকারখানা কোম্পানী লিমেটেড এর ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায়।
এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্্রাক মালিক গ্রুপ, আশুগঞ্জ এর সভাপতি তৌহিদুল ইসলাম নাাছির এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ সারকারখানা কোম্পানী লিমেটেড এর মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো.হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ, আশুগঞ্জ এর কার্যকরি সদস্য মো.হুমায়ুন কবির সরকার এর সঞ্চলনায় আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্্রাক মালিক গ্রুপ, আশুগঞ্জ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল ও ফেঞ্চুগঞ্জ ট্রাক ও কভার ভ্যান মালিক সমিতি সভাপতি জাহিদ হোসেন, সাধারন সম্পাদক মারুফ হাসান ধনু ও ও স্থানীয় শ্রমিক ইউনিয়নে সভাপতি ইদন মিয়া মিন্টু এবং সাধারন সম্পাদক আবুল খায়ের। বৈঠকে শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্্রাক মালিক গ্রুপ, আশুগঞ্জ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল জানান ফেঞ্চুগঞ্চে প্রতিনিয়ত আশুগঞ্জের ট্্রাক চালক ও মালিকরা হয়রানি স্বীকার হয়ে আসছে। বিশেষ করে ফেঞ্চুগঞ্জে ভাড়া কম দেওয়া, সঠিক ভাড়া প্রদান করেনা ও সিরিয়াল সঠিক ভাবে পাওয়া যায়না বলে তিনি দাবি করেন। এসময় বৈঠকে ফঞ্চুগঞ্জ ট্রাক ও কভার ভ্যান মালিক সমিতি নেতৃবৃন্দ এই দাবি গুলো মেনে নেয় ।
তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ, আশুগঞ্জ এর সভাপতি তৌহিদুল ইসলাম নাাছির সত্যতা নিশ্চিত করে জানান দাবী গুলো সমাধানে ব্যাপারে আলোচনা হয়েছে। পাশপাশি সমাধানেও তারা আশ্বাস দিয়েছেন।






Shares