তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত
আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ২০১৭ উৎসব মূখর পরিবেশ ও বনার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে। তারুয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে নির্ধারিত সময় বিকাল ৩ টার কিছুটা আগেই নেতাকর্মীরা বিভিন্ন ওর্য়াড ও ইউনিট থেকে মিশিল নিয়ে সম্মেলন স্থলে আসতে থাকে। সম্মেলনকে ঘিরে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সাধারণ মানুষদের এক মিলন মেলায় পরিনত হয়।
আশুগঞ্জ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান কবির এর পরিচালনায়, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ ইদ্রিস হাসান চেয়ারম্যান এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ)র স্বপ্নদ্রষ্টা জননেতা আলহাজ্ব মোঃ মঈনউদ্দিন মঈন উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযুদ্ধা হাজী মোঃ সফিউল্লাহ মিয়া। প্রধান বক্তা আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আবু নাসের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক হাজী খোরশেদ আলম, আহবায়ক সদস্য ডাক্তার মোবারক আলী চৌধুরী, হাজী সাইদুর রহমান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযুদ্ধা শের আলী মিয়া, সুহাস দাস হেবজুল বারী, গিয়াসউদ্দিন বাদল, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়উল করিম সাজু খাঁ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা ডা. আবু আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহানঙ্গীর, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আইয়ূব খান, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারন সম্পাদক খলিলুর রহমান, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোঃ লাল মিয়া, সাধারণ সম্পাদক সাফিউদ্দিন চেয়াম্যান, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রাকিবুল হাফেজ রাসেল। উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন খন্দকার চেয়ারম্যান, যুগ্ন আহবায়ক শাহীন আলম বকসী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহিন সিকদার, যুগ্ন আহবায়ক মোঃ সালাউদ্দিন চেয়ারম্যান, যুবলীগের অন্যতম নেতা মোশারফ মুন্সি, মোঃ ইলিয়াছ মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ মোঃ শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা মুকবুল, সাধারণ সম্পাদিকা জ্যোৎসনা আক্তার, জেলা পরিষদের সদস্য স্বপ্না বেগম। অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগে সভাপতি মারুফ রনি, যুবলীগ নেতা এইচ এম মোশারফ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে চলমান কমিটি তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিস হাসান চেয়ারম্যানের সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সর্বশেষ প্রথম অধিবেশনের সভাপতি ইদ্রিস হাসানের সমাপনী বক্তব্যের পর-ক্ষণেই আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযুদ্ধা হাজী মোঃ সফিউল্লাহ মিয়া বর্তমান তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং ক্ষনিকটা বিরতির পর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযুদ্ধা হাজী মোঃ সফিউল্লাহ মিয়া। পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আবু নাসের আহমেদ। দ্বিতীয়
অধিবেশনে সভাপতি হিসেবে মোঃ ইদ্রিস হাসান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ মাহববুল আলম ও সাংগঠনিক সম্পাদক সামসু মিয়াজীর নাম ঘোষনার পরে সম্মেলনের সফল সমাপ্তি ঘোষনা করা হয়।