ক্রিকেট খেলা নিয়ে আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
তুচ্ছ ঘটনা নিয়ে আশুগঞ্জের বড়তল্লায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে উপজেলা সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের নিয়ামতের বাড়ির শিশুদের সাথে বলাকালা বাড়ির শিশুদের সাথে হাতাহাতি হয়। এ হাতাহাতিকে কেন্দ্র করে বিকেল ৫টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষের সাথে গ্রামের অন্যান্য গোষ্ঠির লোকজন দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে যোগ দেয়। এ সময় গ্রামের অন্তত ৩টি স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। বর্তমানে সংঘর্ষ থামলেও দু পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।