Main Menu

উপজেলা নির্বার্হী অফিসার হিসেবে পদায়ন হলেন শাহিনা আক্তার

+100%-

নিজস্ব প্রতিবেদক॥  উপজেলা নির্বার্হী অফিসার হিসেবে পদায়ন হলেন আশুগঞ্জ সহকারী কমিশনার ভূমি শাহিনা আক্তার। ১২ আগষ্ট রবিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব দেওয়ান মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে উপজেলা নির্বার্হী অফিসার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

শাহিনা আক্তার প্রশাসন ক্যাডারে ৩১তম বিসিএসে অংশ নিয়ে নির্বার্হী ম্যাজিষ্টেট হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে যোগদান করেন। এরপর ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর তিনি আশুগঞ্জ সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদোন করেন। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর গ্রামের কৃতি সন্তান। ৫ ভাই-বোনদের মধ্যে শাহিনা আক্তার দ্বিতীয়। প্রসাশন ক্যাডারে যোগদানের পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় কাজের স্বীকৃতি সরুপ উনাকে পদোন্নতী দেন সরকার। শাহিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতী হওয়ায় আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইসন হিরা ও সাপ্তাহিক রূপালী ধারা পত্রিকা পরিবার অভিনন্দন জানিয়েছেন।