Main Menu

আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজা ও পিকআপসহ ৪ পাচারকারী আটক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ১৪। রোববার রাত সাড়ে ৮টার দিকে পাচারের সময় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুরের ফজল মিয়ার ছেলে মোঃ শাওন (৩৫), সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাংগাল গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২০), একই এলাকার নান্নু মিয়ার ছেলে মোঃ আকরাম মিয়া (১৯), দক্ষিণ জগৎসার গ্রামের নাসির খানের ছেলে মোঃ জনি খান (৩০)।

রোববার রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যে র‍্যাব জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণপুর সীমান্ত এলাকা হতে নীল রংয়ের পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ পিকআপটি আটক করা হয়। সেই সাথে আটক করা হয় ৪ পাচারকারীকেও।তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






Shares