আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক মিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এর দিক নির্দেশনায় আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন। আশুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আশুগঞ্জ বাজারে তিনি এই অভিযান চালান। বাজারের প্রধান প্রধান রাস্তায় দোকানের সামনে রাস্তার উপরে গড়ে উঠা শতাধিক মিনি অবৈধ স্থাপনা বাজারের পরিবেশ ও যান চলাচলে বিঘœ ঘটায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার সাংবাদিকদের জানান শহরের রাস্তা ঘাট প্রশস্ত ও অবৈধ দখলদার মুক্ত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন সকল ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে যে, প্রত্যেক দোকানের সামনে অবৈধ দখল করা চলবে না। পুনরায় স্থাপন করা হইলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হবে বলেও জানান তিনি।