Main Menu

আশুগঞ্জে প্রেমিকের আগুনে দগ্ধ রেখা ১১ দিন পর মারা গেছেন

+100%-

rekhaডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বখাটের আগুনে দগ্ধ রেখা আক্তার(২০) অবশেষে ১১ দিন পর মারা গেছেন।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকাবাসী জানান, গত ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে একই এলাকার মো. বাকী মিয়ার ছেলে মো. মেহেদী হাসানের দেওয়া আগুনে পুড়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হতদরিদ্র মো. মোস্তফা মিয়ার মেয়ে রেখার শরীর।

প্রথমে তাকে আশুগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেখার পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত বছর ধরে রেখার সঙ্গে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়েতে আপত্তি করেন মেহেদী। দুই বছর আগে সে অন্য একটি মেয়েকে বিয়ে করেন। কিন্ত এরপরও রেখার পিছু ছাড়েননি তিনি।

এক পর্যায়ে মেহেদীকে বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ১ ডিসেম্বর বাড়িতে এসে রেখার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্বজনদের মাধ্যমে তিনি রেখার মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনার পর থেকে মেহেদী পলাতক।






Shares