Main Menu

আশুগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

+100%-

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার রাতে উপজেলার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে মাদক কেনা বেচার সময় তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের সদস্যরা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার।

কারাদ-প্রাপ্তরা হল, উপজেলার হাসপাতাল রোডের টুক্কু মিয়া(৫০), তার স্ত্রী বকুল (৩৫) ও জেলার নাসিরনগরের নূরপুর এলাকার মো. ধন মিয়ার ছেলে আলফাজ মিয়া(২৫)। টুক্কু মিয়া ও বকুলকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও আলফাজ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার জানান, দীর্ঘদিন যাবত টুক্কু মিয়া ও তার স্ত্রী বকুল আশুগঞ্জে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে উপজেলার হাসপাতাল রোডের টুক্কু মিয়ার ভাড়া বাসায় মাদক কেনা বেচার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বকুল ও টুক্কু মিয়াকে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও আলফাজ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মাদকের বিরুদ্ধে আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।






Shares