আশুগঞ্জে ইজতেমা ফেরত মুসল্লির মরদেহ উদ্ধার
প্রতিনিধি:: আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া শফিকুল ইসলাম (৩০) নামে এক ইজতেমা ফেরত মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার বাসিন্দা।
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগদান শেষে রোববার বিকেলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম। ট্রেনটি আশুগঞ্জ রেলসেতু অতিক্রম করার সময় অসাবধানতাবশত শফিকুল ইসলাম ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার বিকেল ৪টার দিকে মেঘনা নদীর পুরাতন রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
(পরের সংবাদ) আটজনের কাছে বিশ্বের অর্ধেক মানুষের সম্পদ »