Main Menu

আশুগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

+100%-

স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কমিল্লা রেঞ্জের পরিচালক হিরা মিয়া।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান, আশুগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আছির উদ্দিন, আনসার ভিডিপির আশুগঞ্জ উপজেলা কর্মকর্তা মো. খাদেম উদ্দিন সহ আনসার ভিডিপির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কমিল্লা রেঞ্জের পরিচালক হিরা মিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ইউনিয়নে পেশাগত দায়িত্ব সফলতার সাথে পালন করায় মাঠ কর্মিদের পুরস্কার প্রদান করেন।