Main Menu

আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও বিক্রয় বন্ধ

+100%-

Brahmanbaria asugonj photo
প্লাষ্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার প্যাকেট জাতকরনের সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্তের অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে থেকে অনিদিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এতে করে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় ৭শ ৪৮জন ডিলার তাদের সার উত্তোলন ও বিক্রি বন্ধ রেখেছে ।

ব্রাহ্মণবাড়িয়া সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া বকুল জানান, পাটের বস্তায় সার রাখলে সারের গুনগত মান নষ্ট হয়ে যায়।প্রতি মাসেই বস্তা পারবর্তন করতে হবে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যানবাহনে তল্লাসী করে জরিমানা করা হচ্ছে। দ্রুত সরকারী এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে।






Shares