Main Menu

আশুগঞ্জ উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা

+100%-

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ও জেলা আওয়ামী যুবলীগের সিদ্ধান্ত মোতাবেক আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান মেয়াদ উত্তীর্ণ ০৩ মাসের আহবায়ক কমিটি ৪ বৎসর যাবৎ সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস যৌথ স্বাক্ষরে সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুর রহমান মনিকে আহবায়ক, আতাউর রহমান কবির, শেখ মোঃ দাউদ, মতিউর রহমান সরকার, মোঃ সফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস আশা প্রকাশ করেন, নতুন এই আহবায়ক কমিটির নেতৃত্বে আশুগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূর্গ গড়ে তোলে যুব লীগ আরো গতিশীল, বেগবান ও শক্তিশালী হবে।