আশুগঞ্জ প্রেসক্লাব:: বিকৃত লেখা প্রকাশে অভিযোগে শাজাহান আলম সাজুর সকল সংবাদ বর্জনের ঘোষনা
প্রতিনিধি.আশুগঞ্জ:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব নিয়ে বিকৃত লেখার অভিযোগে তার সকল সংবাদ বর্জন করার সিন্ধান্ত নিয়েছে আশুগঞ্জ প্রেসক্লাব পাশপাশি সদস্যদের সর্ব সম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব গৃহিত হয়। আজ বৃহস্প্রতিবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাধারন সভায় এই সিন্ধান্ত গৃহিত হয়। পাশপাশি তার লেখা শিকড়ের সন্ধানে বইয়ে আশুগঞ্জ প্রেসক্লাব নিয়ে বিকৃত লেখা যতদিন প্রত্যাহার না করা হবে ততদিন এই সিন্ধান্ত বহাল থাকবে।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবিবের পরিচালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম সাচ্চু, আক্তারুজ্জামান রজ্ঞন,যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হাবিব,অর্থ সম্পাদক মো.শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আল মামুন, সদস্য প্রভাষক আনোয়ার হোসেন ও লোকমান হোসেন প্রমুখ।
« আজ আশুগঞ্জে সাধক পীর কাদির শাহ (রহ:) ৩৫ ওরশ মাহফিল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শহর পরিচ্ছন্ন রাখতে এলাকা ভিত্তিক পরিচ্ছন্নতা রক্ষা কমিটি গড়ে তুলুন- মেয়র মোঃ হেলাল উদ্দিন »