আজ আশুগঞ্জে সাধক পীর কাদির শাহ (রহ:) ৩৫ ওরশ মাহফিল
আশুগঞ্জ প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ শুক্রবার সাধক পীর কাদির শাহ (রহ:) ৩৫ বার্ষিকী ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার খোলাপাড়া গ্রামে খানকায়ে আজিজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে আয়োজিত দিন ব্যাপী মিলাদ মাহফিল ও জিকির আজকার এবং ‘ইসলাম প্রচারে আল্লাহর অলী গণের ভ’মিকা র্শীষক আলোচনা সভা’ শেষে রাতে লালন সংগীতের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল শাহরিয়ার আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ ও সাধারন সম্পাদক মো.হুমায়ুন করিব প্রমুখ। সভাপতিত্বে করবেন শরীফপুর ইউপি চেয়ারম্যান শাফি উদ্দিন চৌধুরী। জাতি ও বর্ণ দলমত এবং ধর্ম নির্বেশেষে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দরবার শরীফে দায়িত্বশীল পীরজাদা শাহ এমরান।