আশুগঞ্জে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম সাফিউদ্দিন আহমেদ এর স্বরণ সভা অনুষ্ঠিত
মো. শফিকুল ইসলাম, আশুগঞ্জ::আশুগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম সাফিউদ্দিন আহমেদ এর ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মরহুম সাফিউদ্দিন আহমেদ এর ছোট ভাই সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া।
আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হক মামুন এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক হানিফ মুন্সী, মরহুম সাফিউদ্দিন আহমেদ এর মেয়ে কর্ণেল (অবসরপ্রাপ্ত) কানিজ ফাতেমা, যুবলীগের আহবায়ক মোঃ জিয়া উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক শাহীন আলম বকশি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মোরাদ, শ্রমিক লীগ নেতা আবু মুসা, ছাত্রলীগ নেতা মো. সজিবুর রহমান সজিব, রাশেদ রনি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম সাফিউদ্দিন আহমেদ তার কর্মের মাধ্যমে সকল নেতাকর্মীদের মনে অমর হয়ে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সাফিউদ্দিন আহমেদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবেন।