আজ জননেতা সাফিউদ্দিন আহমদ’র ১৮তম মৃত্যু বাষির্কী
আশুগঞ্জ প্রতিনিধি॥আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আশুগঞ্জ থানা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন আহমদ’র ১৮তম মৃত্যু বাষির্কী। এ উপলক্ষ্যে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া সাফিউদ্দিন আহমদ স্মৃতি সংসদও বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সাফিউদ্দিন আহমদ আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে ১৯২১ সালে জন্ম গ্রহণ করে। তার পিতা ছিলেন দেলাওয়ার হোসেন মন্ডল। তিনি ৬৯-৭০ সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদ’র আহবায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি যুদ্ধকালীণ সময়ে আগরতলাস্থ কংগ্রেস ভবন-মুক্তিযোদ্ধা অর্ভ্যথনা ক্যাম্প’র প্রধান ছিলেন। রাজনীতির পাশপাশি তিনি ছিলেন একজন সফল জনপ্রতিনিধি ও সমাজ সেবক এবং শিক্ষানুরাগী। তিনি তৎকালীন পানিশ্বর (দ:) ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যানও ছিলেন। প্রতিষ্ঠা করে গেছেন সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়। সভাপতি ছিলেন আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়’র। এছাড়া তিনি প্রতিষ্ঠা করে গেছেন আশুগঞ্জে বিনামূলে চক্ষু চিকিৎসা সেবা সংগঠন। তার ৩ ছেলে ও ৪ মেয়ে। সবাই সামাজিক প্রতিষ্ঠিত। জননেতা সাফিউদ্দিন আহমদ’র মৃত্যু ১৮তম বার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলী।