আজ নাসির উদ্দিন শরীফ’র প্রথম মৃত্যু বার্ষিকী
আশুগঞ্জ সংবাদদাতা::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার এসআই সড়ক দূর্ঘটনা নিহত নাসির উদ্দিন শরীফ’র প্রথম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। আজকের এই দিনে ২০১৪ সালের ২৪ জুন মঙ্গলবার সকালে পেশাগত কাজে মোটরসাইকেলে করে থানা থেকে বের হয় নাসির। থানার সামনেই ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। –
উল্লেখ্য এসআই শহীদ নাসির উদ্দিন শরীফ ছিলেন একজন মুক্তিযোদ্ধা সন্তান। পাশপাশি তিনি পুলিশের চাকুরীর পাশপাশি মুক্তিযুদ্ধের একজন গবেষক ও লেখক ছিলেন। তিনি কর্ম জীবনে প্রতিটি থানার এলাকায় মুক্তিযুদ্ধের পাঠাগার নির্মাণ করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং আশুগঞ্জেও তিনি দুইটি মুক্তিযুদ্ধ পাঠাগার নির্মাণ করেছিলেন। তার নামে রয়েছে আশুগঞ্জ-আড়াইসিধা সড়কে আলমনগরে নাসির উদ্দিন শরীফ পুলিশ বক্্র। আশুগঞ্জ থানার আবু জাফর জানান এসআই শহীদ নাসির উদ্দিন শরীফ’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ইফতারের সময় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।