আশুগঞ্জ বন্দর পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি দল
ডেস্ক ২৪::গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দর পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের বিশ্বব্যাংক প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিশ্বব্যাংকের বিনিয়োগ বিভাগের সিনিয়র স্পেসালিষ্ট দিয়েপ এনগোয়েন ভ্যান হাউতি। এসময় বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন বিআইডবি¬¬উটিএর নিবার্হী প্রকৌশলী মাইদুল ইসলাম, আশুগঞ্জ বন্দর পরিদর্শক প্রকৌশলী মো. শাহ আলম প্রমুখ। আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দর পরিদর্শন শেষে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা কোন কথা বলেননি। তবে আশুগঞ্জ বন্দর পরিদর্শক প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, আশুগঞ্জ বন্দরে অবকাঠামো কি পর্যায়ে আছে এবং এ বন্দরে কি ধরনের অবকাঠামো নির্মান করা হবে। কি পরিমান অর্থের প্রয়োজনসহ বিভিন্ন বিষয়ে সরজমিনে পর্যবেক্ষন করতে তারা এসেছেন।
« আখাউড়া হাসপাতালে নারী ও শিশুর লাশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে সেনা কর্মকর্তার বসত ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা »