আশুগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
সংবাদদতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। নিহতের নাম রোনা বেগম। তিনি সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের মৃত আরব আলী মেয়ে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালে সরাইল উপজেলা পানিশ্বর গ্রামের আরব আলীর মিয়ার মেয়ের রোনার সাথে আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলের নেয়াজ নাছিমের কাছে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো। এনিয়ে কিছুদিন আগে মেয়েটি থানায় অভিযোগ করে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্বামী নেয়াজ নাছিম আগামীতে স্ত্রীর সাথে কোন প্রকার খারাপ আচরন করবেনা বলে সাদা কাগজে মুচলেকা নিয়ে আপোষ করে দেয়। শুক্রবার দুপুরে নিহতে স্বামী গৃহবধুকে তুচ্ছ ঘটনায় মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহত গৃহবধু রোনার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত গৃহবধুর ভাই সুমন মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর বলেন, প্রাথমিক আলামতে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। কারণ নিহত গৃহবধুর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামীর বড় বোন মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।