আশুগঞ্জ-কৈলাশটিলা কনডেন সেট পাইপলাইনে লিকেজ॥ নির্গত হচ্ছে বিপুল পরিমান অপরিশোধিত তৈল॥
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সিলেটের কৈলাশটিলা পর্যন্ত কনডেনসেট পাইপলাইন লিকেজ হয়ে বিপুল পরিমান অপরিশোধিত তৈল নির্গত হচ্ছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে আশুগঞ্জ থেকে সিলেটের কৈলাশটিলা পর্যন্ত ১৭৫ কিলোমিটার ৬ইঞ্চি পাইপ লাইনের আশুগঞ্জ উপজেলা শহরের আলমনগর এলাকায় হাজী ফিরোজ মিয়ার ধানী জমিতে পাইপ লিকেজ হয়ে প্রায় এক বিঘা এলাকা জুড়ে তৈল নির্গত হতে থাকে। আর এ তৈল স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে জমি থেকে নির্গত হওয়া তৈল সংগ্রহ করছে। খবর পেয়ে আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কতৃপর্ক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ফায়ার সার্ভিস, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ আশুগঞ্জের ব্যবস্থাপক মোমেন জানান, ইতিমধ্যে পাইপ লাইনে তৈল সরবরাহ বন্ধ করা হয়েছে। ঠিক কতটুকু এলাকা জুড়ে পাইপ লিকেজ হয়েছে তা নির্ধারণ করার জন্য প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছে।