আশুগঞ্জে উপজেলা সেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
আশুগঞ্জ প্রতিনিধি :: আব্দুস সালামকে সভাপতি ও কামাল হোসেন জয়কে সাধারণ সম্পাদক এবং মাহিবী আল রানাকে সাংগঠনিক সম্পাদক করে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটি গত রবিবার রাতে ঘোষনা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো সায়েদুল হক সাঈদ স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি গঠনের পর আজ সোমবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক নেতাকর্মিরা উপজেলা শহরে মিষ্টি বিতরন করেন। তবে এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো সায়েদুল হক সাঈদের সাথে কথা বললে তিনি জানান আশুগঞ্জের নব ঘোষিত কমিটি চলমান আন্দোলনকে আরো বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন । নবগঠিত আশুগঞ্জ সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন জয় জানান প্রতিটি কেন্দ্রীয় কর্মসুচী সঠিক ভাবে পালনসহ দলীয কর্মসূচী পালনে কাজ করে যাবেন।এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।