বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জাহানারা কুদ্দুছ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট’র প্রথম স্থান অর্জন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় যুগোপযোগী অসাধারণ প্রযুক্তি প্রদর্শণের জন্য আশুগঞ্জের জাহানারা কুদ্দুছ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। তাদের উদ্ভাবনীর মধ্যে ছিল মোবাইল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের আর্থিক নিরাপত্তা বিধান করার প্রযুক্তি। শারিরীক ও বাক প্রতিন্ধীদের জন্য বিশেষ প্রযুক্তির মাধ্যমে ইলেক্ট্রিক বাতি, ফ্যান ইত্যাদি অন/অফ করার পদ্ধতি সহ আরো বেশ কয়েকটি প্রযুক্তি। ইন্সটিটিউটের বিভাগী প্রধান (মেরিন) প্রকৌশলী আলহাজ্ব আব্দুর রহিম জানান, যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকের আর্থিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা উদ্ভাবন করেছি এমন এক প্রযুক্তি যা ব্যবহার ব্যাংকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ব্যাংকের সংরক্ষিত স্থানে যে কেউ প্রবেশ করা মাত্রই স্বয়ংক্রিয় তার বার্তা পূর্ব থেকে এন্ট্রি করা সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বর বা নম্বর সমূহে বিপদ সংকেত পৌছে দিবে। এতে করে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত হবে। অপর প্রযুক্তিটি হল তাদের জন্য যারা মুখে কথা বলতে পারে না বা নড়া ছড়া করতে পারে না। তাদের হাতে থাকবে এমনটি যন্ত্র যে যন্ত্রে ফুঁ দেয়ার মাধ্যমে বৈদ্যুতিক বাতি বা ফ্যান ইত্যাদি অন/ অফ করতে তারা মুখ দিয়ে ওই যন্ত্রে ফুঁ দিবে। আর এতেই বাতি বা ফ্যান চলবে আবার বন্ধ হবে। উল্লেখ্য, এই প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তাদের প্রদর্শনীর জন্য কলেজ পর্যায়ে প্রথম পুরস্কার অর্জন করেছেন।প্রেস বিজ্ঞপ্তি