বিরোধের রেশ ধরে সোহাগপুরে প্রতিবেশীর সশস্ত্র হামলায় ৪ জন আহত ॥ স্বর্ণালংকার ছিনতাই
শামিম উন বাছির::পূর্ব বিরোধের রেশ ধরে বাড়ির বেড়া দেয়া কেন্দ্র করে প্রতিবেশীর সশস্ত্র হামলায় এক পরিবারের ৪ জন আহত হয়েছে। ছিনতাই হয়েছে স্বর্ণালংকার। গত ১৬ জানুয়ারী শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলাধীন সোহাগপুর গ্রামের আবির পাড়ায় এ অনাকাংখিত ঘটনা ঘটে।
সোহাগপুর গ্রামের আবির পাড়ার মৃত কবির আহমেদ এর কন্যা রেখা আক্তার বাদী হয়ে দায়েরকৃত মামলা নং-১০, তারিখ ১৬/০১/২০১৫ এর বিবরণে উল্লেখ করা হয়েছে. সামাজিক কিছু বিষয়াদি, বাড়ির জায়গা সম্পত্তি এবং জায়গার বেড়া দেয়া কেন্দ্র করে বাদিনী ও তার চাচার পরিবারের সাথে প্রতিবেশী বাচ্চু মিয়া ওরফে বল্টু, তার পুত্র আল আমিন, রাসেল মিয়া, মোফাচ্ছেল ওরফে মদন ও শফিকের প্রায়শই ঝগড়া হতো। এতে তারা বাদিনীর পরিবারকে গালিগালাজসহ মারধোর করতো। এরই রেশ ধরে বাড়ির বেড়া দেয়া কেন্দ্র করে উল্লেখিত প্রতিবেশীরা বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ১৬ জানুয়ারী শুক্রবার বিকেল ৫ টায় বাদিনী এবং তার চাচার বসত ঘরে হামলা করে বাদিনী রেখা আক্তার এর বোন শিখা বেগম, তার শিশু পুত্র রিফাদ, চাচাতো ভাই আরিফুল ইসলাম, চাচী শিউলী খানমকে শারিরীক নির্যাতনে গুরুতর আহত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে সুযোগমতে খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায়। তখন আহতদের এবং বাদিনীর আর্তচিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে যেয়ে নির্যাতিতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করায়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর এজাহার গ্রহণ করে থানার এসআই গিয়াস উদ্দিনকে ঘটনাটি তদন্ত করার দায়িত্ব ভার দিয়েছেন।