কর্মমুখি শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় … অধ্যক্ষ শাজাহান আলম সাজু
বেসরকারি শিক্ষক কর্মচারি কল্যাণ ট্্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাজাহান আলম সাজু বলেছেন কর্মমুখি শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি আর বলেন জাতীর উন্নয়ন অগ্রগতি ত্বরানিত করার লক্ষ্যে বর্তমান সরকার কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরত্ব দিয়ে আসছে এ বক্তব তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জাহানারা কুদ্দস ইজ্ঞিনিয়ারিং ইনষ্টিটিউট কলেজের তৃতীয় ব্যাচের ওয়ারেন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এ কথা বলেন। জাহানারা কুদ্দস ইজ্ঞিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকৌশলি আ.রহিম, প্রকৌশলি আলী আহাম্মেদ, প্রকৌশলি ফারজানা আহমেদ ও প্রভাষক মহিউদ্দিন প্রমুখ। এ সময় তিনি তথ্য প্রযুক্তি ও আধুনিক মানব শক্তি গড়ার জন্য অভিভাবকদের প্রতি তাদের সন্তানকে কারিগরি লেখাপড়া করাতে আহবান জানান।
« সরাইলে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি :: চার লক্ষাধিক টাকার মালামাল লুট (পূর্বের সংবাদ)