Main Menu

আশুগঞ্জে চাতাল শ্রমিকদের বিক্ষোভ

+100%-

প্রতিনিধি॥ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল শ্রমিকরা সহকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। পরে এক সমাবেশ থেকে গ্রেফতার হওয়া চাতাল শ্রমিককে নির্দোষ উল্লেখ করে মুক্তি দাবি করা হয়। গত ২১ জুলাই রাতে মোস্তফা নামে এক চাতাল শ্রমিককে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার আশুগঞ্জ রাইস মিল শ্রমিক ইউনিয়নের আহবানে বিক্ষোভ মিছিল বের হয়। পরে আশুগঞ্জ শ্রম কল্যাণ মাঠে ইউনিনের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আবদুল হাকিম, মোঃ তানসেন, মোঃ নূর মিয়া, আতিকুর রহমান, মোঃ শাহিন মিয়া ও বাবুল মিয়া।






Shares