Main Menu

২হাজার ১’শ১৩ কোটি টাকা ব্যয়ে,আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ শুরু

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ  বুধবার দুপুর থেকে শুরু হয়েছে। প্রায় ২হাজার ১শ ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ইউনিটটির নির্মাণ কাজ শেষে উৎপাদনে আসবে আগামী ২০১৫ সালের মার্চ মাসে।
গত ২০১১ সালের ৫ অক্টোবর হুন্দাই ইঞ্জিনিয়ারিং ও দাইয়্যু ইন্টারন্যাশনাল কর্পোরেশনের সাথে চুক্তি করে বিদ্যুৎ কেন্দ্র কতৃর্প। গ্যাস ভিত্তিক ইউনিটটির মেয়াদকাল হবে দীর্ঘ ২৫ বছর। বুধবার দুপুরে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এর নির্মান কাজ উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী এ.এস.এম সাজ্জাদুর রহমান, পরিচালক (অর্থ) মোঃ মাহফুল হক, কম্বাইন্ড সাইকেল প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল খালেক, হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিঃ এর প্রকল্পের ব্যবস্থাপক ইয়ং থাই ইউ, সিনাম ইঞ্জিনিয়ারিং লিঃ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাসিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেন, এ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রীডে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এতে করে দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা লাঘব হবে।






Shares