আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরে সতর্কতা জারি,৬টি নৌরুটে যান চলাচল বন্ধ ঘোষনা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি : ঘুর্ণিঝড় মহাসেন এর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সবর্ত্র বৃহস্পতিবার ভোর থেকে ভারী বর্ষন ও ধমকা হাওয়া বইছে।শহরের বাইরে গ্রাম এলাকায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরে সর্তকতা জারি করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার ৬টি নৌরুটে যাত্রীবাহি লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষনা করেছে বিআইডাব্লিওটিএ। বুধবার বিকালে বিআইডাব্লিওটিএ নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই সর্তকতা জারি করেছে।ফলে জেলার লঞ্চ টর্মিনাল গুলো থেকে ৬টি নৌরুটে কোন যাত্রবাহি লঞ্চ ছেড়ে যায়নি এবং আশুগঞ্জ নৌবন্দরে নৌঙ্গর করে আছে ২ শতাধীক মালবাহি কার্গো জাহাজ।বন্ধ রয়েছে বন্দরের সকল কার্যক্রম। ভারী বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। |