আশুগঞ্জে ডাকাতের হামলায় যুবক নিহত, আহত ২
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতের হামলায় এক যুবক নিহত ও অপর ২ যুবক আহত হয়েছে। গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের আশুগঞ্জের যাত্রাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শেখ মোঃ আরমান (১৮)। সে উপজেলার যাত্রাপুর গ্রামের শেখ মোঃ দুধ মিয়ার ছেলে। আহতরা হচ্ছে একই গ্রামের মোঃ সোহাগ (১৯) ও মনির হোসেন (২০)। নিহতের চাচা শেখ দুলাল মিয়া জানান, সোমবার সন্ধ্যায় আরমান তার বন্ধু সোহাগ ও মনিরের সাথে উপজেলার সোনারাম গ্রামে একটি বিয়ের দাওয়াতে যায়। দাওয়াত খেয়ে রাত সাড়ে ১২টার দিকে তিন বন্ধু রেল লাইনের উপর দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে যাত্রাপুর কেবিন মসজিদের নিকট পৌছলে ১০/১৫ জনের একটি ডাকাত দল গতিরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। আরমান বাধা দিলে ডাকাতরা চাপাতি দিয়ে আঘাত করে। ডাকাতরা সোহাগ ও মনিরকে রশি দিয়ে বেঁধে তাদের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে আশ পাশের লোকজন এসে আহত আরমানকে প্রথমে স্থানীয় ডে-নাইট কিনিকে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর রাতে সে মারা যায়। খবর পেয়ে আখাউড়া জিআরপি থানার পুলিশ ও আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি। |