Main Menu

আশুগঞ্জে পাইপগান ও কার্তুজসহ ধীরা গ্রেফতার

+100%-

আশুগঞ্জে দেশীয় তৈরি পাইপগান ও চার রাউন্ড সীসা কার্তুজসহ ১৫ মামলার আসামী মো. দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরা(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ধীরা উপজেলার চরচারতলা সরকার বাড়ির হাজী মো. মোগল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার চরচারতলা এলাকা থেকে ধীরাকে মো. দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে চরচারতলা বাজারের বিদ্যুতের টাওয়ারের নিচে ঝোপের মাটির নিচ থেকে একটি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি পাইপগান ও চার রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ধীরা হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্রসহ ১৫টি মামলার আসামী।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ধীরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে আশুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।






Shares