আশুগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় জেলার নেতৃবৃন্দ




এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগের সালাহউদ্দিন, বিএনপির ডা. মো. ইদ্রিছ মিয়া, জাতীয় পার্টির মো. শাহজাহান মিয়া, বিকল্প ধারার সফিউল্লাহ মিয়া, স্বতন্ত্র মো. নুরুল ইসলাম ও মনির হোসেন। সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
« ইসলাহুল মুসলিমীন পরিষদের অর্থায়নে দু:স্থদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ:: প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (পূর্বের সংবাদ)