Main Menu

আশুগঞ্জে অপহরনের ৩দিন পর স্কুল ছাত্র উদ্ধার,আটক-১

+100%-

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে অপহরনের ৩দিন পর রবিবার সন্ধ্যায় এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অপহরনকারীকে আটক করা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ জানান গত শুক্রবার বিকালে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলতে গেলে স্কুল ছাত্র জাহিদ হাসান অপহৃত হয়। অপহরণকারীরা তার পরিবারে কাছে চাঁদা দাবি করে । এসময় অপহরনের বিষয়টি পুলিশকে অবগত করলে মোবাইল ফোনের মাধ্যমে ট্্রাকিং করে রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্যামলী ঘাট থেকে স্কুল ছাত্র জাহিদ হাসানকে উদ্ধার করে আশুগঞ্জ পুলিশ। এসময় সোহাগ রেজা (২৮) নামে এক অপহরনকারীকে আটক করে। অপহৃত স্কুল ছাত্রের নাম জাহিদ হাসান (১১)। সে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। সৌদি প্রবাসী হাজী হেদায়েউল্লার ছেলে। বাড়ি সরাইল উপজেলায়। আশুগঞ্জ বাজারে একটি ভাড়া বাড়িতে তারা বসবাস করে আসছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, অপহরনকারীদের কাছ থেকে স্কুল ছাত্র জাহিদ হাসান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটক অপহরনকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






Shares